বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০১:৩১:২৮

রোবট এখন রূপালি পর্দার নায়িকা!

রোবট এখন রূপালি পর্দার নায়িকা!

বিনোদন ডেস্ক : বিজ্ঞানের গবেষণাগার ছেড়ে এবার রূপালি পর্দার নায়িকা হতে যাচ্ছে রোবট।সাম্প্রতি এক সিনেমাতে প্রথমবারের মতো রোবট অভিনেত্রী ব্যবহার করা হয়েছে । জাপানের পারমাণবিক বিপর্যয়ের উপর রচয়িত এক ফিল্মে এই রোবটটিকে ব্যবহার করা হয়েছে। 'সায়োনারা' নামে জাপানিজ সিনেমাতে 'জেমিনয়েড এফ' নামের অ্যান্ড্রোয়েড রোবটি ব্যবহার করা হয়েছে। এই রোবটের ত্বক তৈরি করা হয়েছে রবার দিয়ে। যা দূর থেকে দেখলে অবিকল মানুষশের মত মনে হবে। তবে রোবটটি কথা বলতে কিংবা হাঁটতে পারে না, পুরো ফিল্মে রোবটটিকে একটি চাকার সাহায্যে ঘোরানো হয়েছে। তবে মজার বিষয় হলো কথা বলতে না পারলেও হাসতে জেমিনয়েড এফ। বড় পর্দায় 'জেমিনয়েড এফ'ই প্রথম অ্যান্ড্রোয়েড রোবট নয়, আগেও অনেক সিনেমাতেই অ্যান্ড্রোয়েড রোবটের ব্যাবহার করা হয়েছে। কিন্তু জেমিনয়েড হল প্রথম, যে পরিচালকের কথা বুঝে অভিনয় করেছে। আগে রোবটেরা নিজেরা কথা বুঝতে পারত না বলে তাদের অভিনয় করানোর সময় ভিজুয়াল এফেক্টের ব্যবহার করা হত। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২১ নভেম্বর রিলিজ করবে 'সায়োনারা' ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এম ইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে