বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন। দুই যমজ সন্তানের মা হয়েছেন। পাঁচ বছরের মাথায় ফের দুই যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন সেলিনা জেটলি। দ্বিতীয়বারের গর্ভাবস্থা বেশ ভালই উপভোগ করছেন বলিউডের প্রাক্তন নায়িকা। সোশ্যাল মিডিয়াতেই মিলছে তার প্রমাণ। কিছুদিন আগেই বিকিনি পরে সমুদ্র সৈকতে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন সেলিনা। আর এবার সম্পূর্ণ খোলামেলা হয়ে ধরা দিলেন বাথটবে।
২০১১ সালে হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করে বিদেশে সেটলড হয়ে যান সেলিনা। ২০১২ সালে জন্ম হয় দুই ছেলে উইনস্টন ও বিরাজের। কিছুদিন আগেই ফের গর্ভবতী হওয়ার কথা ঘোষণা করেন সেলিনা। এবারেও যমজ সন্তানের জন্ম দেবেন তিনি।
সেলিনার মতে, মা হওয়া এক অনন্য অভিজ্ঞতা। এই সময় নারীর শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এই প্রত্যেক পরিবর্তনের সাক্ষী হওয়াটা গর্বের ব্যাপার। এই গর্ব তিনি ও তাঁর স্বামী পিটার একসঙ্গে অনুভব করতে পারছেন। আর এই অভিজ্ঞতাকেই ক্যামেরাবন্দি করেছেন।
মন অনেক ছবিই প্রাক্তন নায়িকার প্রোফাইলে ফুটে উঠেছে। কিছু নিন্দার সম্মুখীন নায়িকাকে তার জন্য হতে হচ্ছে বটে তবে বেশিরভাগই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সাবেক মিস ইন্ডিয়াকে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস