বিনোদন ডেস্ক : নিজেদের মতো করে ঈদ উদ্যাপন করছেন বলিউড তারকারা। এবারে ঈদে অভিনেতা আমির খানের বাড়িতে এসেছিলেন এক বিশেষ অতিথি। তিনি অন্য কেউ নন; 'দঙ্গল’ তারকা ফতিমা সানা শেখ।
শাড়ি পরা ফতিমাকে দেখে প্রথমবার চিনতেই পারেননি অনেকে। আমির-কিরণের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন ফতিমা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কিছুদিন আগেই আমির-ফতিমার বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু বলিউড পাড়ায়। ঈদে আমিরের বাড়ির পার্টিতে হাজির হয়ে সেই জল্পনাকেই উসকে দিলেন ফতিমা শেখ।
কেউ কেউ অবশ্য বলছেন, আমিরের অর্ধেক বয়স ফাতিমার। তাছাড়া আমির-কিরণের সম্পর্কও বেশ মজবুত। কিন্তু তাতেও তো ফাটল ধরতে পারে।
একাধিক গণমাধ্যমের খবর, ফাতিমা এবং ‘দঙ্গল’ ছবির আরেক অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে নিজের প্রোডাকশন হাউসে সহকারী পরিচালকের কাজ দিয়েছেন আমির। ফলে 'দঙ্গল' নিয়ে কাজ হয়ে গেলেও কাছাকাছিই রয়েছেন আমির-ফাতিমা।
এমটিনিউজ/এসএস