বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৪:০১

চীনের ৫ হাজার সিনেমা হলে ভারতের সেই ছবিটি

চীনের ৫ হাজার সিনেমা হলে ভারতের সেই ছবিটি

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জনবহুল দেশ চীনে সর্বাধিক পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘পিকে’ ছবিটি। সফলতাও পেয়েছে অনেক। যা ভারতের অন্য কোনো ছবির ক্ষেত্রে আগে ঘটেনি।

এদিকে ‘পিকে’র পর এবার জনবহুল চীনে যাচ্ছে ভারতের ইতিহাসের অন্যতম ছবি ‘বাহুবলী’। শুধু তাই নয়, চীনের অন্তত পাঁচ হাজারের বেশী সিনেমা হলে ‘বাহুবলী’ প্রদর্শন হবে। ইতিমধ্যে চীনের সাথে সব বিষয়ে চূড়ান্ত হয়ে গেছে বলেও জানা গেছে।

এ সম্পর্কে ‘বাহুবলী’ বিজনেস ডিস্ট্রিবিউটর থেকে জানানো হয়, বাহুবলীর প্রযোজকদের সাথে ‘অরকা মিডিয়াওয়ার্কস’-এর চুক্তি হয়েছে। শীঘ্রই ছবিটি চীনের অন্তত পাঁচ হাজার সিনেমা হলে মুক্তি দেয়া হবে।

এই কম্পানির হাত ধরেই চীনে এ বছর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ছবি ‘পিকে’।

উল্লেখ্য, এস এস রাজামউলের নির্মাণে ‘বাহুবলী’ চলতি বছর জুলাইয়ে ভারতে মুক্তি পায়। ছবিটি ইতিমধ্যে দেশের ভেতর আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে জায়গা করে নিয়েছে।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে