স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টের ২য় ইনিংস এ ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ছিল তার ব্যাটে। দ্বিতীয় টেস্ট যেন শুরু করেছেন সেখান থেকেই। দলীয় ১৩ রানে দুর্দান্ত ফর্মে থাকা তামিম ফিরে গেছে। প্রথম টেস্টে বিবর্ণ ইমরুল আজও ব্যর্থ। কিন্তু একপ্রান্ত আগলে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সৌম্য। তার সঙ্গে জুটি বেঁধেছেন মমিনুল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ।
এর আগে ঢাকা টেস্টে ২০ রানে পরাজিত হয়ে ১-০ তে পিছিয়ে আছে অজিরা। গতকাল প্রেস ব্রিফিংয়ে তাই উচ্ছ্বসিত মুশফিক। জানালেন ২-০ তে জিতে হোয়াইটওয়াশ করতে চান তিনি। অপর দিকে স্মিথের চোখেমুখে হতাশা। অকপয়াতে স্বীকার করলেন নিজেদের চাপে থাকার কথা। সিরিজ বাঁচাত্রি ২য় ম্যাচ জিততে চান স্মিথ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৩ রান। সৌম্য সরকার ৭০ বলে ৩২ রান এবং মমিনুল হক ৩৬ বলে ১৭ রানে অপরাজিত আছেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস