বিনোদন ডেস্ক: শাহরুখ খানের মেয়ে সুহানা ১৭ বছরে পা দিয়েছে। লেখা-পড়া করেন ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। ডে বোর্ডিং এই স্কুলে তার গোটা দিন কেটে যায়, ছুটিতেই শুধু দীর্ঘ সময় বাড়িতে থাকার সুযোগ মেলে। মেয়েকে না দেখলে মন খারাপ হয় বাবার।
ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, ১৯ বছরের আরিয়ান আর ৪ বছরের আব্রামের মাঝে সুহানা, শাহরুখ-গৌরীর মেয়ে। বাবার চোখের মণি মেয়েটি গণেশ চতুর্থীর ছুটিতে বাড়ি ফিরেছিল। এখন আবার স্কুল খুলেছে। বিমর্ষ বাবা মেয়ের সঙ্গে পোস্ট করেছেন ছবিটি।
ছেলে-মেয়ের প্রতি শাহরুখের টান অবশ্য সকলেরই জানা। মন খারাপ হলেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়েদের ছবি পোস্ট করেন তিনি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় পড়তে যাচ্ছিল আরিয়ান। তখন তিনি পোস্ট করেন এই ছবিটি।
আবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলস গিয়েও জব হ্যারি মেট সেজালের প্রমোশনের জন্য সকলের আগে দেশে ফিরতে হয় তাকে। শাহরুখ তখন পোস্ট করেন ছোট্ট আব্রামের এই ছবি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি