কুদরত উল্লাহ: ৯০ দশকের সবচেয়ে আলোচিত নায়ক সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে গণ্য করা হয়েছে এতদিন। কিন্তু দীর্ঘ অনেক বছর পর গত ৬ আগস্ট একটি ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের পেনিসেলভিয়ায় বসবাসকারী একজন বাংলাদেশি নারী রুবী সুলতানা এক স্বীকারোক্তি থেকে জানা যায় যে- সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। উক্ত নারীর স্বামীর প্ররোচনায় তার ভাইকে দিয়ে খুন করানো হয়েছিল নায়ক সালমান শাহকে। অতঃপর তার ভাইকেও খুন করা হয় এবং উক্ত নারীকেও খুনের হুমকি দেওয়া হয়- এসব কথা তিনি বলেছেন তার ভিডিও বার্তাটিতে।
এরপর থেকেই আবারও সরব হয় সালমান শাহ হত্যার বিষয়টি। সেই ভিডিওটি প্রকাশ হবার পর থেকেই সারা বিশ্বব্যাপী চলে আলোচনা-সামলোচনা। তর্ক-বির্তক। সেই গুঞ্জনের মধ্যেই কিছু অনলাইন মিডিয়ায় প্রকাশ পায় চলচ্চিত্রের খল নায়ক ডন ও চিত্র নায়ক সালমান শাহর স্ত্রী সামিরার একটি অন্তরঙ্গ ছবি। ছবিটি নিয়ে আবারও শুরু হয় আলোচনা-সমালোচনা। কিন্তু যাদের প্রতি অভিযোগের তীর, সেই ডন ও সামিরা একটিবারের জন্যও সে সময় মুখ খুলেননি। এর কিছু দিন পরে সামিরা ওই ছবি ও সালমান শাহকে নিয়ে মুখ খুলেন। সামিরা বলেন, সালমান শাহ আত্মহত্যা করেন এবং ডনের সঙ্গে ছবিটির মেয়েটি সে নয়। কিন্তু এই খল নায়ককে কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি কোন গণমাধ্যমই তাকে খুঁজে পায়নি।
যতই আড়ালে থাকতে চান কেন? অভিনয়ের মানুষ কখনও লুকিয়ে থাকতে পারেন না। না চাইলেও এবার তিনি আসলেন অভিনয়ের মাধ্যমেই সবার সামনে। আর সেটি বড় পর্দায় না। ঈদের বিশেষ নাটক ‘কাটা রফিক’ এ। কিছুক্ষণ আগে নাটকটির পরিচালক বেশ কয়েকটি সেলফি দিয়েছেন তার ফেসবুকে। তাই দেখে জানা গেল গণমাধ্যমের আড়ালে থাকলেও তিনি অভিনয়ে ঠিকই আছেন নিয়মিত।
নাটকটি রচনা মুহম্মদ আবু রাজীন এবং পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে অভিনয়ে করছেন সজল, তানজিন তিশা, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, সাইকা আহমেদ, সম্পা নিজাম, জাহিদ ইসলাম, মোশাররফ হোসেন, অরণ্য বিজয়, প্রীতি, অনিক আল মনির, মোতাহার হোসেন, মাহবুব আলম ও একটি বিশেষ চরিত্রে খলনায়ক ডন।-প্রিয়.কম
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস