বিনোদন ডেস্ক : অনুশকা শর্মা-বিরাট কোহলি, হরভজন-গীতা বসরা কিংবা যুবরাজ সিং-হেজেলই শেষ বা শুরু নয়। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহুকালের। বি টাউনের নায়িকারা সব সময়ই ২২ গজের প্রেমে পড়েন।
তবে, রঙ্গিন দুনিয়ার সঙ্গে ২২ গজের সেই সম্পর্কে বারবার কারো না কারো নাম উঠলেও এবার কার নাম উঠে এলো জানেন? এর আগে তার নাম কখন উঠেনি। তবে সম্প্রতি উঠে এলো।
মাধুরী দীক্ষিত নাকি এক সময় সুনীল গাভাস্কারের প্রেমে হাবুডুবু খেতেন। মাধুরীর তুলনায় বয়সে ১৮ বছরের বড় হলেও, সুনীলকে পাগলের মত ভালবাসতেন বলিউডের ‘ধকধক গার্ল’।
ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে মাধুরী খোলামেলা বলেছেন সেকথা। সুনীল গাভাস্কার নাকি তার স্বপ্নে আছেন বলেও ওই সময় সাক্ষাৎকারে দাবি করেন মাধুরী।
তবে এরকম গুঞ্জন প্রথম নয়। এর আগেও মাধুরী দীক্ষিতের সঙ্গে নাম জড়িয়েছে অনিল কাপুর, সঞ্জয় দত্তেরও। অনিল কাপুরের সঙ্গে বেটা, তেজাব, পুকারের মত একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন মাধুরী।
সঞ্জয় দত্তের জন্যও এক সময় মাধুরী পাগল ছিলেন বলে শোনা যায়। তাদেরকে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে দেখাও যেতো। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর সঞ্জয় দত্তের মোহ কেটে যায় মাধুরীর।
এমটিনিউজ/এসএস