সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:২৬:০০

প্রেম নিবেদন করতে গিয়ে বেহাল অবস্থা নওয়াজের

প্রেম নিবেদন করতে গিয়ে বেহাল অবস্থা নওয়াজের

বিনোদন ডেস্ক: কিন্তু আজও ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর ফয়জলকে ভুলতে পারেননি দর্শক। রবিবারের অবসরে যদি সুযোগ মেলে আজও পপকর্ন নিয়ে বসে অনুরাগ ক্যাশ্যপের অ্যাকশন ফ্লিক দেখতে বসে যান অনেকেই। মুগ্ধ হয়ে দেখেন ফয়জলের বদলার কাহিনি।  

বলিউডে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির উত্থানের কাহিনি সিনেমাকেও হার মানায়। কিন্তু এর নেপথ্যেই লুকিয়ে রয়েছে আরও কিছু গল্প। যা হয়তো অনেকেরই কাছেই অজানা। এমনই এক কাহিনি রয়েছে নওয়াজেরও। ব্যক্তিগত জীবনে প্রেম নিবেদন করতে গিয়ে বেহাল অবস্থা হয়েছিল নওয়াজের।

বলিউডের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর নাম। মনোজ বাজপেয়ী, রিচ্চা চড্ডা, হুমা কুরেশি থেকে নওয়াজের পারফরম্যান্সের ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। ছবির একাধিক সংলাপ এখনও লোকের মুখে মুখে ফেরে। মনের ভিতরে গেঁথে রয়েছে কিছু দৃশ্যও।  

এমনই একটি দৃশ্য ‘পারমিশন সিন’। যেখানে মহসিনা হুমার হাত ধরার জন্য পারমিশন নিতে হয় ফয়জল নওয়াজকে। আর সিনেমার এই টুকরো কাহিনিই নওয়াজের জীবনেরও বড় সত্য। এতদিনে তা জানা গেল।

শোনা গিয়েছে, পরিচালক অনুরাগ কশ্যপ এই দৃশ্যটি নওয়াজের ব্যক্তিগত জীবন থেকে অনুপ্রাণিত হয়েই সাজিয়েছেন। ব্যক্তিগত জীবনে প্রেম করতে গিয়ে ঠিক এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে