সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২৩:৩৫

শাকিব খানকে চিত্রনায়িকা মিষ্টির হুমকি

শাকিব খানকে চিত্রনায়িকা মিষ্টির হুমকি

বিনোদন ডেস্ক : ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে উদ্দেশ্য করে আত্মহত্যার হুমকি দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী।

ফেসবুকে আজ সোমবার তিনি লিখেছেন, শাকিব যদি আমার সঙ্গে অভিনয় না করে, তাহলে আমি আত্মহত্যা করব! কিন্তু এমন হুমকির কারণ কিংবা মানে কি? এ ব্যাপারে জানতে মিষ্টি জান্নাতকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিতে অভিনয় করার কথা ছিল মিষ্টি জান্নাতের।

গত ২৩ জুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া  থেকে জানানো হয় সংবাদমাধ্যমগুলোকে। কিন্তু ছবির শুটিং শুরুর পর জানা গেল, ‘আমি নেতা হব’ ছবিতে অভিনয় করছেন না মিষ্টি জান্নাত।

জানা গেছে, এ ছবির মূল চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন মিষ্টি জান্নাত। কিন্তু এই চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। পরে মিষ্টি জান্নাত জানান, তিনি একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মামলা হামলা’ ছবিতে শাকিব খানের বিপরীতে কাজ করবেন।

তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সেই ছবিতেও কাজ করবেন মিম। পরপর দুটি ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ মিষ্টি জান্নাত। আর এ কারণেই তিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন বলে মনে করছেন অনেকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে