বিনোদন ডেস্ক: অভিনয়ে কবে ফিরছেন তা নিয়ে রয়েছে সবার আগ্রহ। এ বিষয়ে স্বামী শাকিব খান কী বলেন সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি অপু বিশ্বাস ফিরছেন? এ নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন ।
ঈদ কেমন কাটলো?
পরিবার নিয়েই কাটলো। ভালো কাটলো। এবার ঈদে বেশ কিছু সেলিব্রেটি শোতে উপস্থিত হয়েছি। সেগুলোতে মন খুলে কথা বলেছি। সবমিলিয়ে খারাপ লাগলো না। সবাইকে ঈদের শুভেচ্ছা।
সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন কি, ফেরার পূর্ব প্রস্তুতি হিসাবে?
মা হওয়ার আগে ২০১৫ সালে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলাম মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ছবির। এ ছবির কিছু কাজ বাকি আছে। এছাড়াও আরো কিছু সিনেমার কাজ আটকে আছে। সবাই জানে মাঝখানে নানা রকম ঝামেলার কারণে আমার কাজ শেষ করতে পারিনি। সেগুলো শেষ করতে চাচ্ছি। ‘পাঙ্কু জামাই’র ডাবিংয়ে অংশ নিলাম। ভালোই লাগল। দুই দিনের মধ্যেই ছবিটিতে আমার অংশের ডাবিং শেষ। যতদূর জানি গানের শুটিং বাকি রয়েছে। এটি হলেই ছবিটি পুরোপুরি প্রস্তুত হবে। আশা করছি শিগগিরই বাকি থাকা গানগুলোর শুটিংও শেষ করবেন পরিচালক। রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে‘পাঙ্কু জামাই’ রাজধানী ঢাকাকে কেন্দ্র করেই ছবিটির গল্প আবর্তিত হয়েছে।
আপনি তাহলে ফেরার অপেক্ষায়?
অভিনয়টা হল একটা ভালোলাগার জায়গা। অপু বিশ্বাস হিসাবে অনেক পরিচিতি পেয়েছি। আমি হুট করে দর্শকদের রেখে চলে যেতেপারি না। ফেরার জন্য চলছে চেষ্টাও। সন্তানকে সামলিয়ে নিয়মিত জিমে যাওয়া, পরিমিত খাবার খাওয়া আরও কত কী!
অনেকে বলে বিয়ের পরে নায়িকাদের দিন শেষ হয়ে যায়, আপনি কী মনে করেন?
মজার ব্যাপার হলো আমি আমার বিয়ের পর আট বছর কাজ করেছি। কেউ কি তা আঁচ করতে পেরেছে? কোন পরিবর্তন পেয়েছে? সে হিসেব করলে আমি মনে করি না বিয়ের পরে কিংবা মা হওয়ার পরে ক্যারিয়ারে কোন প্রভাব পড়তে পারে একজন নায়িকার। কারণ নায়িকারা নিজেদের রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারে। আমাদের দর্শকদের মানসিকতা ঠিক করতে হবে। আমরা একজন অভিনেত্রীর কি দেখতে চাই? অভিনয় দেখতে চাই নাকি তার গ্ল্যামার নষ্ট হল কিনা অথবা সে মা হয়েছে কিনা। মা হলে তার আর ছবিদেখা যাবে না। পরিচালক প্রযোজকদেরও এ বিশ্বাস রাখতে হবে। মা হলে কিচ্ছু আসে যায় না। বাহিরের দেশে তো আছেই। আমাদের দেশে অনেক সিনিয়র কিংবদন্তি অভিনেত্রী বলেন কিংবা নায়িকা। তারা মা হয়ে দিব্যি কাজ করেছেন। সুনামের সাথে কাজ করেছেন।দর্শকপ্রিয়তায় তাদের একটুও ভাটা পড়েনি। সুতরাং এগুলো কোন বিষয় নয় আমার কাছে। হ্যা অবশ্যই আমার ফিটনেস ঠিক করবো।এতদিন বাসায় থেকেছি। মা হয়ে সন্তানের যত্ন নেয়াতে নিজের যত্ন নেয়া সব সময় সম্ভব হয়নি। নিজের প্রতি যত্ন নিবো।
শাকিব খান তো চান অপু বিশ্বাস কাজ না করে সংসার করুক, এ বিষয়টা কিভাবে দেখছেন?
শাকিব খান আর আমার পরিচয় অভিনয়ের মাধ্যমে। আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল মিডিয়ায় নিজেদের অবস্থান শক্ত করবো। সারাজীবন অভিনয় করবো। সেই ভাবনা থেকেই আমাদের সম্পর্ক গাঢ় হলো। আমরা বিয়ে করলাম। সংসার হল সন্তান আসলো। সেখানে আমি অভিনয় করতে পারবো না এমন কোন শর্ত তো আসেনি। আমি একটা উদাহরণ টেনে বলতে চাই, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান একজন মহাতারকা। তিনি এত বড় তারকা হওয়ার পরও তার স্ত্রী শিশিরকে মিডিয়ার সামনে এনেছেন। তাহলে আমি তো আগে থেকেই মিডিয়ায় কাজ করছি। ঘরের মানুষকে সাকিব আল হাসান বাইরে পপুলার করেছেন। আর শাকিব খান পপুলার মানুষকে ঘরে বসিয়ে রাখতে চাইছেন! তাই এটা নিয়ে এখন কিছু মন্তব্য না করে আমি সময়ের হাতে ছেড়ে দিলাম।
বিজ্ঞাপনে তো ফিরলেন, তাও রিয়াজের সঙ্গে …
হ্যা কয়েকদিন আগে রিয়াজ ভাইর সাথে নাভানা পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি।তার একটা পণ্যের শুটিংয়েও সেদিন অংশ নিলাম। এক কথায় বলতে গেলে আবারো কাজ শুরু করে বেশ ভালো লাগছে। আশা করি, প্রচারের পর সকলে কাজটি পছন্দ করবেন। রিয়াজ ভাইর সাথে এর আগে দুটি সিনেমায়ও কাজ করেছি। তাঁর সাথে খুব বেশি কাজ না হলেও আমি তো অনেকদিন থেকেই ইন্ডাস্ট্রিতে আছি। তাই তার সাথে ভালই পরিচয় আছে। নতুন করে ফিরেছি। তিনি আমাকে ওয়েলকাম করেছে। শুটিংয়ে নানা বিষয়ে সাহায্য করেছে। -বাংলা ইনসাইডার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস