বিনোদন ডেস্ক: বিয়ে হয়েছে, তা প্রায় ২০ বছর পার হয়ে গিয়েছে। তবুও প্রেম যেন উথলে পড়ছে। অজয় দেবগণ-কাজল, বলিউডের বহু পুরনো দম্পতি। ব্যস্ততার মাঝে সবসময় সামনা-সামনি কথাবার্তা হয়ে ওঠে না, তবে তাতে কি! টুইটার তো আছেই। এই মঙ্গলবার যেমনটা হল।
ভক্তদের সঙ্গে নিজের ফিল্ম নিয়ে টুইটার সেশন করছিলেন অজয়। তাঁর সিনেমার নিয়ে বিভিন্ন প্রশ্ন করে কৌতুহল মেটাচ্ছিলেন ভক্তরা। আচমকা কাজলের টুইট, তুমি কি লাঞ্চ করতে আসছো?
অজয়ের উত্তর, না, ডায়েটে আছি।
অবশ্য, এই প্রথমবার নয়, সকলকে অবাক করে এর আগেও অজয়-কাজলকে টুইটারেই কথাবার্তা সেরে নিতে দেখা গিয়েছে। কিছুদিন আগে যখন অজয়ের ফিল্ম 'শিবায়'-এর ট্রেলার নিজের টুইটারে শেয়ার করেছিলেন কাজল। আর এরপরই স্ত্রীর সঙ্গে কিছুটা মজা করেই অজয়ের প্রশ্ন করেছিল "তোমাকে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতেই দেব নাকি বাড়িতে গিয়ে?" -জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস