মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪১:১৩

দর্শক জরিপে সেরা নায়ক প্রভাস ও আল্লু অর্জুন

দর্শক জরিপে সেরা নায়ক প্রভাস ও আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : দক্ষিণে সিনেমার কোন নায়ককে আপনার বেশি পছন্দ? এমটিনিউজের ভেরিফাই পেজে এমনই একটি প্রশ্ন করা হয়েছিল পাঠকদের কাছে, সেখানে পাঠকরা তাদের মতামত দিয়েছেন। তাদের মতামত অধিকাংশ ছিল বাহুবলী সুপারস্টার প্রভাস রাজু ও আল্লু অর্জুনের পক্ষে।

তবে এখানে মাত্র আটজনের নাম দেওয়া হয়েছিল। সেই আটজনের থেকে এমটিনিউজের পাঠক ও দক্ষিণে ছবির বাঙালি দর্শকদের বলা হয়েছিল মতামত দিতে। সেখানে প্রায় ১৪০০ জন মতামত দিয়েছেন। ১৪০০ দর্শকদের জরিপে বেশি ভোট পেয়েছেন প্রভাস রাজু ও আল্লু অর্জুন।

যে আটজন নায়কের নাম দেওয়া হয়েছিল তারা হলেন নন্দমুরি তারাকা রামা রাও (এনটিআর), কোনিদেলা কল্যাণ বাবু (পবন কল্যাণ), মহেশ বাবু, প্রভাস রাজু উপ্পলাতি, রবি শংকর ভূপতিরাজু (রবিতেজা), আল্লু অর্জুন, বিজয় চন্দ্রশেখর (বিজয় বাবু), সূর্য শিবকুমার (সুরিয়া)।

তবে দর্শকরা একক ভাবে একজনকে খুব কমই ভোট দিয়েছে। অধিকাংশ দর্শক ৩-৪ জনকে বেছে নিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন এরা আটজনই সেরা। অনেকে আবার এই তালিকায় রামচরণের নাম নেই কেন? সে প্রশ্ন করেছেন। তবে প্রভাস ও আল্লুর পরপরই বেশি ভোট পেয়েছেন জুনিয়ার এনটিআর।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে