মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:২২:৩০

সালমান শাহ্‌ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কাল

সালমান শাহ্‌ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কাল

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্‌’র প্রয়াণের ২১টি বছর হয়ে গেলো। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই তুমুল জনপ্রিয় নায়ক। আগামীকাল তার ২১তম প্রয়াণ দিবস।

এই উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সালমান শাহ্‌’র ভক্তদের সংগঠন ‘সালমান শাহ্‌ ঐক্যজোট’। এছাড়া সালমানের মৃত্যুর রহস্য উন্মোচন এবং আসামীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করবে সংগঠনটি।

সংঠনের প্রধান সালমান শাহ্‌’র মা জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গণজমায়েত হবে। বেলা ৩টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন হবে, এরপর হবে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সালমান শাহ ভবনে সমবেত হবে। এরপর মিলাদ ও দোয়া মাহফিল হবে।

দেশের সর্বস্তরের মানুষের প্রতি নীলা চৌধুরী আহ্বান জানিয়েছেন যে, সবাই যেন সালমান শাহ্‌ হত্যার বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে