বিনোদন ডেস্ক: টালিউডে জুটি হিসেবে ব্যাপক সাফল্য পেয়েছেন দেব ও কোয়েল। তাদের অভিনীত অধিকাংশ ছবিই ব্যবসায়িকভাবে সফল। এছাড়া দর্শকের কাছেও এই জুটির গ্রহণযোগ্যতা দারুণ। ‘প্রেমের কাহিনী’ থেকে শুরু করে ‘পাগলু’ সিরিজ হয়ে ‘রংবাজ’। সবগুলো ছবিতেই প্রেমী হয়েছেন দেব-কোয়েল।
এতো দিন তাদের যেমন রোম্যান্স দেখেছেন দর্শক, সেটা অনেকটা দূর থেকেই। অর্থাৎ গভীর রোম্যান্সে মজতে দেখা যায়নি দেব-কোয়েল জুটিকে। এবার সেই অভাবটাই ঘুচিয়ে দিচ্ছেন তারা। আসন্ন ‘ককপিট’ ছবির একটি গানে বেশ গভীর রোম্যান্স করেছেন তারা। সেই রোম্যান্স (ভিডিও) ভাইরাল হয়েছে নেটদুনিয়া। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ভালোবেসে যাক’ গানটি প্রকাশ হয়েছে সোমবার (৪ সেপ্টেম্বর)।
গানের দৃশ্যে কখনও সমুদ্রের জলে পা ভিজিয়ে আলতো হাঁটা, কখনও বা লং ড্রাইভ, আবার কখনো সমুদ্রপাড়ে পাতা বিছানায় রোম্যান্স করতে দেখা গেছে। তাদের নজরকাড়া এই রোম্যান্স আলোচনায়ও এসে গেছে। ইউটিউবে একদিনেই গানটি উপভোগ করেছেন প্রায় ৩ লাখ দর্শক।
কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ককপিট’ ছবিতে আরও অভিনয় করেছেন রুক্ষ্মীনি মৈত্র। বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মিত এই ছবি স্বপ্ন দেখাবে সাধারণ মানুষকে। এরই মধ্যে টিজার দিয়ে আলোচনায় উঠে এসেছে এটি। ছবিতে বাংলাদেশের কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যাবে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস