মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৯:৪৪

‘আপু, মেয়ে তোমার এখনই নায়িকা কিন্তু’

‘আপু, মেয়ে তোমার এখনই নায়িকা কিন্তু’

বিনোদন ডেস্ক: অভিনয়শিল্পী রিচি আবারও মা হয়েছেন গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে। এবার তার কন্যা সন্তান হয়েছে। নাম রাখা হয়েছে লিমা। বর্তমানে রিচি ও লিমা দুজনই সুস্থ আছেন। কন্যাকে সঙ্গে নিয়ে তিনি এখন আমেরিকায় থাকা অন্য অভিনয় দম্পতির অনুষ্ঠানেও অংশগ্রহণ করছেন।

অন্যদিকে, সেখানে ঈদ করতে যাওয়া অভিনয় দম্পতি নওশীন ও হিল্লোলের সঙ্গেও দেখা হয়েছে রিচি সোলায়মানের। রিচির নবজাতক কন্যাকে দেখে অভিনেত্রী নওশীন রীতিমত বলেই ফেললেন ‘রিচি আপু মেয়ে তোমার এখনই নায়িকা কিন্তু’। রিচি ও তার কন্যা লিমার সঙ্গে ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড করে এমনটাই বললেন নওশীন।

তাহলে কি সত্যিই রিচির কন্যা বড় হয়ে অভিনেত্রী হবে? এমন প্রশ্নটা আপাতত রিচির ভক্তদের মনে থেকেই যাচ্ছে। কারণ মেয়ে বড় হতে এখনও অনেক দেরি। এদিকে দেশবাসী ও অভিনেত্রী রিচির ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তার স্বামী রাশেকুর রহমান মালিক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে