বিনোদন ডেস্ক: বলিউডের অন্য ধারার ছবিতে গুরুত্বপূর্ণ নাম রিচা চাড্ডা। পর্দায় তাকে সাহসী দৃশ্যে বহুবার দেখেছেন দর্শক। তার ব্যক্তি জীবন নিয়েও বহু চর্চা হয়েছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু কার সঙ্গে ডেট করছেন, তা নিয়ে বরাবরই মুখে কুলুপ ছিল অভিনেত্রীর। এবার সম্ভবত প্রকাশ্যে এল রিচার প্রেমিকের নাম।
বলিউডে গুঞ্জন এই মুহূর্তে অভিনেতা আলি ফজলের সঙ্গে ডেট করছেন রিচা। ‘ফুকরে’ খ্যাত অভিনেতা আলিও বলিউডের অন্য ধারার ছবিতে কাজ করছেন। সম্প্রতি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে রিচা ও আলির ছবি প্রকাশ্যে আসার পরই এই সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও সম্পর্ক নিয়ে কেউই এখনও মুখ খোলেননি।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ২০১৩ সালে ‘ফুকরে’র সেটে প্রথম দেখা হয় রিচা ও আলির। সেখান থেকেই বন্ধুত্ব। তারপরে সেই সম্পর্ক প্রেমের আকার নেয়।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, এই মুহূর্তে আলি ও রিচা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের বাইরে আলোচনা করতে নারাজ তারা। ‘ফুকরে রিটার্নস’এ তারা ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস