বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৫৯:২৫

‘সালমানকে মনে হলেই আমি আর মৌসুমী নিরবে কাঁদি’

‘সালমানকে মনে হলেই আমি আর মৌসুমী নিরবে কাঁদি’

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি নাম প্রয়াত অভিনেতা সালমান শাহ। অভিনয় আর নিজস্ব স্টাইলে বাংলা ছবির জগতে নিজের স্বকীয়তা সৃষ্টি করেছিলেন তিনি। নব্বইয়ের দশক তাই বাংলা ছবির ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে ইতিহাসের খাতায় লেখা থাকবে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। আর তার মৃত্যুদিনে তাকে স্মরণ করলেন চিত্রনায়ক ওমর সানি।

নব্বইয়ের দশকের শুরুতেই চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বাংলা ছবির জগতে পা রাখেন কুড়ি বছর বয়সের এক তরুণ। প্রথম ছবি দিয়েই দারুণ পরিচিত হয়ে উঠেন তিনি। নিজস্ব স্টাইল, অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ববোধ আর পরিশিলিত মানসিকতার জন্য খুব দ্রুতই বাংলার আপামর জনতার কাছে প্রিয় পাত্র হয়ে উঠেন। মাত্র চার বছরে করেন ২৭টি সিনেমা। প্রায় সবগুলোই দুর্দান্ত হিট। কিন্তু আকস্মিকভাবে ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় এই তারকা অভিনেতার। তার মৃত্যুর ২২ বছরেও তাই সহকর্মী হিসেবে উজ্জ্বল স্মৃতি নিয়ে বেঁচে আছেন অনেকে। তারমধ্যে চিত্রনায়ক ওমর সানি ও মৌসুমী অন্যতম।

২২ বছর আগে সালমানের মৃত্যুর দিনটির কথা স্মরণ করে চিত্রনায়ক ওমর সানি বলেন, সেদিন ছিল বৃহস্পতিবার বিকাল ৫: ৩০ মিনিট। উত্তম আকাশ আর আমি তোর সাথে কথা বলছিলাম সাউন্ড কমপ্লেক্সে। অনেক কথার ভিড়ে একটা কথা বলেছিল সালমান, মৌসুমীর অনেক ভালো থাকার কথা। আরেকটি শেষ কথা বলেছিল সালমান, আমি যেদিন থাকবো না সেদিন আপনারা বুঝবেন আমি কি ছিলাম!

এরপর ওমর সানি আক্ষেপ করে বলেন, আমি সেদিন সত্যিই তোর শেষ কথাটি বুঝিনি। বুঝলে তোকে ছাড়তাম না এবং ঐ দিন রাতে ঘুমাতাম না সারা রাত তোকে নিয়েই থাকতাম। বুঝিনি বলেই ঘুম থেকে উঠে শুনি তোর মৃত্যুর সংবাদ। জুম্মার নামাজও পড়তে পারিনি সেদিন। মৌসুমীর গর্ভে তখন ফারদিন। ফেরুয়ারীর ২ তারিখে ফারদিনের বয়স হবে ২১ বছর। ফারদিন মাঝে মাঝে বলে ‘ইশ!’ চাচুকে যদি একটু দেখতে পেতাম!

এখনও সালমানের কথা মনে করে মনের গভীরে নিরবে কাঁদেন বলে মন্তব্য করেন সানি। সবার কাছে সালমানের কাছে দোয়া চেয়ে এই অভিনেতা জানান, আজও সালমানের কথা মনে হলে আমি আর মৌসুমী মনের গভীরে নিরবে কাঁদি, চোখের পানি ফেলি আর মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে বেহেস্ত নসিব করে। তুই যেখানেই থাক শান্তিতে থাক, তোর জন্য আমার মৌসুমীর ও তোর ভক্তদের দোয়া রইল।
এমটিনিউজ২৪ডটকম/প্রতিনিধি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে