বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৫১:৩৫

প্রিয়াঙ্কার পথে হাঁটলেন মাধুরী!

প্রিয়াঙ্কার পথে হাঁটলেন মাধুরী!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বেশ আগেই তাঁর গানের অ্যালবাম প্রকাশ করেছেন। এবার একই পথে হাঁটলেন মাধুরী দীক্ষিত।
প্রকাশিত হচ্ছে তাঁর প্রথম ইংরেজি গানের অ্যালবাম দ্য ফিল্ম স্টার।

তু হ্যায় মেরা গানের মাধ্যমে মাধুরী প্রকাশ করবেন এই ইপি বা এক্সটেনডেড প্লে। এই গানটি মাধুরী উৎসর্গ করেছেন তাঁর ফ্যানদের।

মাধুরী জানিয়েছেন, তাঁর যাত্রার শুরু থেকে সঙ্গে ছিল সঙ্গীত। যে ফ্যানরা জীবনের সব সময়ে তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই জীবনের নতুন এই অধ্যায় শুরু করবেন তিনি। আর গান ছাড়া তাঁদের ভালবাসা জানানোর আর কি উপায় থাকতে পারে!

মাধুরীর এই অ্যালবাম ভারতীয় লোকসঙ্গীত ও পশ্চিমী পপের ফিউশন। তাঁর কথায়, তাঁর এই গান মানুষের অন্তরের কথা বলে। এই অ্যালবাম সকলের ভাল লাগবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে