বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:১৮:৩১

বিয়ে না করেই মা হয়েছিলেন সুস্মিতা সেন! সেই মেয়ের বয়স এখন ১৮

বিয়ে না করেই মা হয়েছিলেন সুস্মিতা সেন! সেই মেয়ের বয়স এখন ১৮

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে বড় মেয়ে রিনিপা দিল আঠারো বছর বয়সে৷ আর মা সুস্মিতা সেন, পুরো বিষয়টি নিয়েই উত্তেজিত৷ সদ্য আঠারোতে পা দেওয়া মেয়ে রিনি ও ছোটো মেয়েকে নিয়ে বার্থডে পার্টিতে মেতে উঠলেন সুস্মিতা সেন৷

রিনিকে নিয়ে সুস্মিতা লিখলেন, ‘রিনি সোনা তুমি এখন প্রাপ্ত বয়স্ক৷ দারুণ মজা করো৷ তোমার সুস্থতা, খুশি কামনা করি৷’

সুস্মিতার তখন পঁচিশ বছর বয়স৷ বিয়ে না করেই মা হয়েছিলেন। রিনিকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা৷ সিঙ্গল মাদার হয়ে তাক লাগিয়ে ছিলেন সবাইকে৷ এরপরেও আরেক মেয়েকেও দত্তক নিয়েছেন তিনি৷

দুই মেয়ে ও নিজেকে নিয়ে বেশ আছেন সুস্মিতা৷ আর তার এই দুই মেয়ে যেন চোখের মণি৷ রিনির জন্মদিনটা তাই খুবই স্পেশালভাবে পালন করলেন দুই সুস্মিতা৷ সেই ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে!

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে