বিনোদন ডেস্ক : এই ভালো তো এই খারাপ, আর রেগে গেলে উনি যে কী করবেন তা আগে থেকে আন্দাজ করা খুব কঠিন| সম্প্রতি সালমান খানের রাগের শিকার হলেন একজন বিশিষ্ট অতিথি| সালমান এবং সেই অতিথি দুজনেই উপস্থিত ছিলেন একটি অ্যাওয়ার্ড ফাংশনে|
অনুষ্ঠান শেষে সালমান সেই অতিথির হাত থেকে তার ফোন নিয়ে তা মাটিতে ফেলে আছড়ে ভেঙে দেন| আসুন জেনে নিই সালমান কেন রেগে গিয়ে এমনটা করলেন|
ফিল্মফেয়ারে প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড ফাংশনের শেষে সালমান তার কয়েকজন বন্ধু এবং কয়েকজন বিশিষ্ট অতিথির সঙ্গে সময় কাটাছিলেন| সাল্লু মিঁয়ার মন মেজাজ বেশ ভালো ছিলো| হঠাত্ করেই একজন অতিথি সবাইকে নিজের ফোন দেখিয়ে গর্ব করে বলে ওঠেন সেই ফোন নাকি কোনো অবস্থাতেই ভাঙা যাবে না|
উনি সালমানকেও নিজের ফোন দেখিয়ে বলেন 'এটা আনব্রেকেবল'| সালমান সেই অতিথির কথা মেনে নেন| এবং তার সঙ্গে অন্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেন| কিন্তু সেই অতিথি অন্য কথা না বলে নিজের ফোনের গুণাগুণ সম্পর্ক কথা বলতেই থাকেন| এমনকি উনি সালমানকে এও বলেন যে ওর ও তাড়াতাড়ি সেই ফোন কিনে নেওয়া উচিত|
বারবার ফোনের প্রশংসা শুনে সালমানের চোখ মুখ বিরক্তিতে কুঁচকে যায়| অবশেষে সেই অতিথিকে থামাতে সালমান তার হাত থেকে ফোন নিয়ে মাটিতে আছড়ে মারেন| দেখা যায় সত্যিই ফোনটা ' আনব্রেকবল '| সলমন আরো একবার চেষ্টা করেন| কিন্তু এইবারেও কোনো ক্ষতি হয় না ফোনের|
ইতিমধ্যেই অনেকেই জড়ো হয় সেখানে এবং তারা সালমানকে উত্সাহ দিতে থাকে| সালমানেরও মাথায় রাগ চেপে যায়| উনি বারবার মাটিতে ফোন আছড়ে ফেলতে থাকেন| অবশেষে সেই ফোন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়|
সালমান ফোনের টুকরো মাটি থেকে তুলে সেই অতিথির হাতে দিয়ে ব্যঙ্গ করে বলে ওঠেন 'সত্যিই ফোনটা আনব্রেকেবল'| অন্যরা এই ঘটনায় বেশ মজা পান, আর সেই অতিথি স্বীকার করে নেন ফোন সম্পর্ক ওর ধারণা ঠিক ছিলো না|
এমটিনিউজ/এসএস