বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৩৯:৩০

ভাবিজির এই আইটেম ডান্স দেখেছেন? ইতিমধ্যেই ভাইরাল!

ভাবিজির এই আইটেম ডান্স দেখেছেন? ইতিমধ্যেই ভাইরাল!

বিনোদন ডেস্ক : ঐতিহ্যশালী বাড়ির বউ থেকে সোজা আইটেম ডান্সার। হিন্দি ধারাবাহিক 'ভাবিজি ঘর পর হ্যায়' খ্যাত অভিনেত্রী শিল্পী শিন্ডের নাচ কিন্তু ইতিমধ্যেই ভাইরাল।

সিরিয়ালে 'অঙ্গুরি ভাবি'র চরিত্রেও বেশ জনপ্রিয় শিল্পা। তবে বলিউডের ফিল্মে সরাসরি আইটেম ডান্স দিয়ে হাতেখড়ি হওয়ায় স্তম্ভিত তার ফ্যানেরাও। আইটেম গানটিতে তার সঙ্গে দেখা যাবে ঋষি কাপূর ও বীর দাসকে।

নয়ের দশকের জনপ্রিয় সঙ্গীত পরিচালক যতীন-ললিতের সুরে গানটি গেয়েছেন নেহা কক্কর এবং ঐশ্বর্যা নিগম। গানের নাম 'মারো লাইন'। বলিউডের আসন্ন রোম্যান্টিক কমেডি 'পটেল কি পাঞ্জাবি শাদি' ছবিতে দেখা যাবে শিল্পার এই ডান্স।

সঞ্জয় ছেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৫ সেপ্টেম্বর। ছবিতে প্রেম চোপড়া, পরেশ রাওয়াল, বীর দাস, ঋষি কাপূর অভিনয় করেছেন। শিল্পা ছোট পর্দার বড় মুখ। এর আগেও বেশ কয়েকবার নানা কারণে শিরোনামে এসেছেন তিনি।

এক প্রযোজকের বিরুদ্ধে এক বার শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন শিল্পা। সম্প্রতি 'বিগ বস ১১'-এর হাউজমেট হওয়ার জন্যও নাকি তাকে আমন্ত্রণ জানানো হতে পারে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে