বিনোদন ডেস্ক : ঈদে বন্যার্তদের জন্য ১৮টি গরু কোরবানি দিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
প্রতি বছরের মতো এবারও ব্যাপক পরিসরে কোরবানি দিয়েছেন। তার এই কোরবানির বেশিরভাগ জুড়েই থাকে অসহায় দুঃস্থরা। তবে এবার তিনি উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গরু কিনে কোরবানি দিয়েছেন।
তবে গরু জবাই করে গোশত বিলি করেননি, কোরবানির গোশত রান্না করে বন্যার্ত পরিবারের মধ্যে বিলি করেন।
এ ব্যাপারে ডিপজল বলেন, এবারের বন্যায় দেশের উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। তাদের একবেলা খাবার যোগাড় করতে যথেষ্ট কষ্ট করতে হয়। এসব মানুষের মধ্যে ঈদের সময় পেটভরে একবেলা খাওয়ার জন্য উদ্যোগটি নিয়েছিলাম। কোরবানি প্রতি বছরই দেয়া হয়। তবে আমি মনে করি, নিজের কোরবানির চেয়ে বেশি জরুরি অসহায় দুঃস্থ মানুষদের উপলক্ষ করে আল্লাহর নামে কোরবানি দেয়া।
এবারের বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। তাই কোরবানির এ সময়টায় তাদের পাশে দাঁড়ানো উচিত মনে করেই এমন উদ্যোগ নেন বলে নিজেই জানান জনপ্রিয় এই অভিনেতা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস