বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০২:১৭:২০

আবারও স্থগিত রানা প্লাজা’র মুক্তি

আবারও স্থগিত রানা প্লাজা’র মুক্তি

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছিলো বহুল আলোচিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’ সকল বাধা-বিপত্তি পেরিয়ে মুক্তি পাচ্ছে। মুক্তির জন্য হাইকোর্ট থেকে একটি রায়ও এনেছিলো সংশ্লিষ্টরা। কিন্তু শেষ পর্যন্ত প্রজ্ঞাপন জারি করে রানা প্লাজা চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ করলো তথ্যমন্ত্রণালয়। ৩ নভেম্বর তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে, ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।’ প্রজ্ঞাপনে জানানো হয়, ‘‘রানা প্লাজা’ চলচ্চিত্রের বিষয়ে সেন্সর আপিল কমিটির নিকট আপিল আবেদন হওয়ায় উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।’ ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের ভয়াবহ ‘রানা প্লাজা’ ট্রাজেডি নিয়ে নির্মিত হয়েছে নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সাইমন সাদিক, পরী মনি। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে