বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়া। প্রথমে মডেলিং পরে উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার নজরে আসেন তিনি। আর এই নজরে আসায় তিনি পা রাখেন চলচ্চিত্রে। সুযোগ হয় যৌথ প্রযোজনার ‘আশীকি’ ছবিতে কাজ করার।
এদিকে ‘আশীকি’ ছবিতে কাজ করারকালীন তিনি নজরে আসেন বলিউড নির্মাতাদের। যার ফলে তিনি চুক্তিবদ্ধ হন বলিউডের কিসার বয়খ্যাত ইমরান হাশমির নায়িকা হিসেবে। এতে করে তিনি রাতারাতি তারকা খ্যাতি পান। নজর পরে ভারতীয় গণমাধ্যমের।
এদিকে আলোচনায় থাকা ফারিয়াকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এবেলা পত্রিকা একটি সাক্ষাৎকার ছাপেন। যেখানে ফারিয়া বাংলাদেশকে খুব হেয় করে মন্তব্য করেন। যার কারণে ব্যাপকভাবে সমালোচিত হন তিনি। দেশের মানুষ তার সে মন্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে উঠেন।
‘এবেলা’ পত্রিকায় ফারিয়া বলেছিলেন, বাংলাদেশে ইন্ডাস্ট্রি বলতে কিন্তু মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রি বোঝায়। ওখানে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার সেটা দেখে বিচার করা হয়, কে স্টার কে স্টার নয়!
তার ওই মন্তব্যের পর অনেকেই বলছেন, ঢালিউডে আসা নতুন এক নায়িকার এমন মন্তব্য গোটা দেশকে হেয় করেছে।
অপরদিকে ফারিয়া একটি অনলাইনকে জানিয়েছেন, এবেলা’র সাক্ষাতকারটা অনেক কম সময় নিয়ে আমাদের করতে হয়েছিল। তারা আমাকে যে প্রশ্নটা করেছিল- ‘তোমার ফিল্মে কাজ করার ইচ্ছেটা জাগলো কিভাবে?
উত্তরে আমি বলেছিলাম- আমি যখন টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন আমার কাছে মনে হত মিডিয়াটা টিভি ইন্ডাস্ট্রি, বা ফেসবুকে কার কত ফলোয়ার এটা ভেবে মনে হয় বাংলাদেশে স্টার মনে করা হয়- এটা আমার কাছে মনে হত। কারণ আমি টিভিতে কাজ করেছি ফিল্মেতো আর কাজ করিনি। ফলে আমার ফিল্মের প্রচার-প্রসার সম্পর্কে কোন ধারণা ছিল না।
কিন্তু আমি যখন এখানে প্রবেশ করলাম তখন জানলাম এটা কত বড় একটা পৃথিবী- জায়গাটা কত বড়, এটার প্রচার-প্রসার কতখানি বড়। আর যেহেতু আমি ছোট একটা জায়গায় কাজ করেছি তাই আমার পৃথিবীটা ছোট ছিল।
ফারিয়া বলেন, আমার কাছে মনে হয়েছে ‘এ বেলা’ এত ভাল একটা পত্রিকা- তারা নিশ্চয় এমন কিছু লিখবেন না, ছাপাবেন না। তাই আমি না পড়েই শেয়ার দিই। আমার মনে হয় এটা একটা মিস কমিনিউকেশন। সকাল বেলা ঘুম থেকে উঠে যখন দেখি নিউজটা রিলিজ হয়েছে, তখন আমি শেয়ার দিই।
ফারিয়া বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু না। কারণ আমি এত বড় কেউ হয়ে যায়নি যে এ ধরণের কথা বলব। তাছাড়া আমি আমার দেশকে ভালোবাসি। কিন্তু যখন আমি দেখতে পাই ব্যাপারটা ভুল হয়েছে তখন নিজ দায়িত্বে পোস্টটা নামিয়ে দিই।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন