শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৫৪:৫২

৫০তম জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন অক্ষয়! উপহারটা কি জানেন?

৫০তম জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন অক্ষয়! উপহারটা কি জানেন?

বিনোদন ডেস্ক :  দেখতে দেখতে জীবনের ৫০টা বছর পার করে ফেললেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।  শনিবার, ৯ সেপ্টেম্বর, ৫০-এ পা রাখলেন বলিউডের খিলাড়ি। আর নিজের জন্মদিনে নিজেই ভক্তদেরকে দিলেন বিশেষ উপহার।

উপহারটা কি জানেন? জন্মদিনে আপকামিং সিনেমা '‍গোল্ড'-এর পোস্ট‍ার উপহার দিয়েছেন অক্ষয়। আজই মুক্তি পেয়েছে পোস্টারটি। নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টার শেয়ার করেছেন আক্কি।
পোস্টার শেয়ার করে অক্ষয় লিখেছেন,'‍'‍ প্রত্যেকটি মেঘে একটা রুপোলি আস্তরণ থাকে, তবে আমার মেঘে সেই আস্তরণটি আপনাদের ভালোবাসায় সোনালি হয়ে উঠেছে। আমার বয়স এখন সেই সোনা ছুঁয়েছে, রইল আমার হৃদয়ের খুব কাছের সিনেমার পোস্টার।'‍'‍ এদিন গোল্ড-এর পোস্টার মুক্তির আগে,  আক্কি বেশ মজাদার ভাবে তাঁর জন্মের পর থেকে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, মাস, বছর, দিন এসব হিসেব করে শেয়ার করেছেন টুইটারে।

অক্ষয়ের '‍গোল্ড'-এ হকি খেলোয়াড় বলবীর সিং দোসাঞ্জ- এর চরিত্রে দেখা ‌যাবে তাঁকে। দেশ স্বাধীন হওয়ার পর বলবীর সিং-ই লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে দেশের প্রথম সোনাজয়ী হকি খেলোয়াড়। ‌ অক্ষয়ের '‍গোল্ড'-এর ট্যাগ লাইন ‍ "The Dream That United A Nation".

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে