বিনোদন ডেস্ক: বাংলা সিনেমায় আলোচিত জুটির নাম শাকিব-অপু। সিনেমার জুটি এখন বাস্তবে। গোপন বিয়ের মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেন তারা।
শাকিব-অপুর কোল জুড়ে আসে পুত্র সন্তান। ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘অহংকার’ ও ‘রংবাজ’ মুক্তি পেয়েছে। দুই ছবির প্রচারণা ও নানা ব্যস্ততার মধ্যেও ছেলে আব্রাম খান জয়কে সময় দিতে ভোলেননি তিনি। ২৭ সেপ্টেম্বর শাকিব পুত্রের বয়স এক বছর পূর্ণ হবে। জন্মদিনে কি বাবাকে কাছে পাবে আব্রাম?
বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে লন্ডন রয়েছেন শাকিব খান। কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে টানা শুটিংয়ের মধ্য দিয়ে সময় কাটছে। পুরো এক মাস এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন শাকিব। এ দিকে ছেলের প্রথম জন্মদিন বলে কথা!
অবশ্য ‘চালবাজ’ নিয়ে জটিলতা কম হয়নি আগে। কলকাতার টেকনিশিয়ানদের সঙ্গে দ্বন্দ্বের কারণে আদালতে যেতে হয়েছে এসকে মুভিজকে। ঠিক এ কারণেই একবার লন্ডন গিয়ে ফিরে আসে পুরো ইউনিট। শাকিব নিশ্চয় চাইবেন না আবারো জটিলতায় পড়ুক ‘চালবাজ’। তাই ছেলের জন্মদিনে তার দেশে আসা অনেকটাই অনিশ্চিত।
তবে অপু বিশ্বাস জানান, জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হবে আব্রামের প্রথম জন্মদিন। বেশ বড় পরিসরেই একটি অনুষ্ঠান করার আয়োজন করার কথা ভাবছেন। আত্মীয়স্বজন, গণমাধ্যমকর্মী, সহকর্মীসহ অনেককেই আমন্ত্রণ জানানো হবে। তবে শাকিব থাকবেন কিনা— এ বিষয়ে কিছু বলেননি নায়িকা।
বছরখানেক অন্তরালে থাকার পর ১০ এপ্রিল আব্রামকে নিয়ে টেলিভিশন লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, শাকিবের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রামের জন্ম হয়। তবে শুটিং ও অপুর সঙ্গে জটিলতার মধ্যে ছেলের জন্মদিনে কী থাকছেন শাকিব? সেটি দেখার বিষয়।
৯ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর