শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:২৬:৪১

ঢাকায় ঋতুপর্ণা, এফডিসিতে ডুপ্লেক্স বাড়ি

ঢাকায় ঋতুপর্ণা, এফডিসিতে ডুপ্লেক্স বাড়ি

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এক সময় বাংলাদেশের সিনেমাতেও নিয়মিত অভিনয় করতেন তিনি। এখন খুব বেশি বাংলাদেশের সিনেমায় দেখা যায় না তাকে। এ শিল্পীর জন্য বিএফডিসিতে নির্মাণ করা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি।

বাড়িটি দামি আসবাবপত্র দিয়ে সাজানো হচ্ছে। ডুপ্লেক্স এ বাড়ির একটি অংশে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। এছাড়া ২২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে স্ট্যান্ডসহ বেসিন। যেখানে একবারই মুখ পরিষ্কার করবেন ঋতুপর্ণা। মাত্র ১৫ দিনের জন্য এত আয়োজন করা হয়েছে। তবে এসবই ‘একটি সিনেমার গল্প’ নামের সিনেমার শুটিংয়ের জন্য।

৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসির ৮নং ফ্লোরে এ সিনেমার দৃশ্যায়নের কাজ শুরু হবে। অভিনেতা আলমগীর পরিচালিত এ সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। এছাড়া আলমগীরও একটি চরিত্রে অভিনয় করবেন। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে। তা ছাড়াও সাবেরী আলমসহ অনেকেই অভিনয় করবেন।

আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এ সিনেমাটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে