শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:১৯:০১

লম্বা নায়কের পাশে দাঁড়ানো সমস্যা! পড়ে গেলো হাসির রোল

 লম্বা নায়কের পাশে দাঁড়ানো সমস্যা!  পড়ে গেলো হাসির রোল

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক আরিফিন শুভ লম্বায় ৬ ফুট ১ ইঞ্চি! দাঁড়িয়ে আছেন উপমহাদেশের কিংবদন্তি গায়িকা রুনা লায়লার পাশে। হঠাৎ তার টিপ্পনি— ‘এত লম্বা নায়কের পাশে দাঁড়ানো সমস্যা’! পড়ে গেলো হাসির রোল।

শুভও কম যান না। রুনার স্বামী অভিনেতা-নির্মাতা আলমগীরকে উদ্দেশ্য করে বলে দিলেন, ‘স্যার কিন্তু সেই সময়ের সবচেয়ে লম্বা মানুষ। আমারই শুধু দোষ!’

মজার ঘটনাটি ‘একটি সিনেমার গল্প’র মহরতের। শনিবার (৯ সেপ্টেম্বর) বিএফডিসির ৪ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত এ আয়োজনে ক্ল্যাপস্টিক দিয়েছেন রুনা লায়লা। তিনি ছবিটির জন্য গান সুর করেছেন এবং গেয়েছেন।

আলমগীরের পরিচালনায় এ ছবিতে অভিনয়ের জন্য কলকাতা থেকে উড়াল দিয়ে এসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে দেখা যাবে আরিফিন শুভর বিপরীতে। তাদের পাশাপাশি মহরতে আরও ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম, অভিনেত্রী সাবেরী আলম, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

‘একটি সিনেমার গল্প’ প্রযোজনা করছে আলমগীরের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট। পরিচালনার পাশাপাশি ছবিটিতে তিনি অভিনয়ও করবেন। তার বিপরীতে থাকছেন চম্পা। শনিবার থেকেই এর শুটিং শুরু হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে