বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত তারকা সানি লিওনের ' চেপে যা, চাপ নিস না' আইটেম গানে মজেছে ইউটিউব। বৃহস্পতিবার ইউটিউবে জি মিউজিক বাংলা চ্যানেলে গানটি অবমুক্ত করার পর প্রায় আড়াই লাখবার এটি দেখেছে দর্শকরা। মতামত এসেছে ৩৮২টি।
এই গানটি ভারতের একটি বাংলা ছবির আইটেম গান। এতে ঠোঁট মিলিয়েছেন, নেচেছেন সানি লিওন। তার সঙ্গে ছিলেন রিজু আর একদল নৃত্যশিল্পী। ছবির নাম 'শ্রেষ্ঠ বাঙালি'। ছবিটির পরিচালক স্বপন সাহা।
আর গানের শিরোনাম ' চেপে যা, চাপ নিস না'। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতা শর্মা আর দেব নেগি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অঞ্জন ভট্টাচার্য। ছবিটি চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এর প্রযোজক পার্থ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস