বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৯:০৭:০৩

'শাহরুখ খান আর পাক জঙ্গির মাঝে কোন পার্থক্য নেই'

'শাহরুখ খান আর পাক জঙ্গির মাঝে কোন পার্থক্য নেই'

বিনোদন ডেস্ক : বলিউডের মেগাস্টার শাহরুখ খানকে মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড জঙ্গি হাফিজ সইদের সঙ্গে তুলনা করলেন বিজেপি-র বিতর্কিত সাংসদ যোগী আদিত্যনাথ। শুধু শাহরুখ খানকেই নয়, অসহিষ্ণুতার প্রতিবাদে যে লেখক-শিল্পীরা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তাদেরও টার্গেট করেছেন এই বিজেপি সাংসদ। তার মতে, এঁরা বিজেপি বিরোধী নয়, আসলে এঁরা প্রত্যেকেই দেশদ্রোহী। খবর এই সময়। দেশে চূড়ান্ত অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে। এই মন্তব্য করার পর থেকেই গেরুয়া নেতা-মন্ত্রীদের টার্গেট হচ্ছেন কিং খান। সাধ্বী, প্রাচী, কৈলাস বিজয়বর্গীয়র পর এবার বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। বুধবার তিনি বলেছেন, 'অভিনেতা শাহরুখ খান ও সন্ত্রাসের মাস্টারমাইন্ড হাফিজ সইদের কথার মধ্যে কোনও পার্থক্য নেই।' উল্লেখ্য, ভিএইচপি নেত্রী সাধ্বী প্রাচী শাহরুখকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেওয়ার পর বিতর্ক আরও উস্কে দিয়েছিলেন পাক জঙ্গি হাফিজ সইদ। তিনি বুধবার বলেন, বৈষম্যের শিকার হচ্ছেন শাহরুখ, তিনি পাকিস্তানে চলে আসুক। যে লেখক ও শিল্পীরা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তাদেরকেও সেদিন আদিত্যনাথ বলেছেন, 'ধর্মনিরপেক্ষতার ধুঁয়া তুলে বাম মনস্ক কয়েকজন লেখক ও শিল্পী দেশদ্রোহী কার্যকলাপে যোগ দিয়েছেন। তারা (লেখক-শিল্পীরা) সন্ত্রাসের ভাষায় কথা বলছেন। যারা এই ভাষায় কথা বলছেন, তারা বিজেপি বিরোধী নন, দেশদ্রোহী।' এদিকে, নিজের মন্তব্য ফিরিয়ে নিয়ে এদিন আবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, গতকাল তার মন্তব্য কেউ ভুলভাবে লিখেছেন। তিনি কারওকে আঘাত করতে চাননি। তিনি ট্যুইটে করা তার মন্তব্য ফিরিয়ে নিচ্ছেন। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে