সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১৮:৩৪

যে ছবি দেখে ভয়ে জয়কে আকড়ে ধরলেন অপু...

যে ছবি দেখে ভয়ে জয়কে আকড়ে ধরলেন অপু...

বিনোদন ডেস্ক: মিয়ানমারের রাখাইনে চলমান সহিংস দমন-পীড়নের মুখে গত ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তিন লাখের বেশী রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এটা জাতিসংঘের অফিশিয়াল হিসেব। কিন্তু এর বাইরেও প্রতিদিন মিয়ানমার থেকে পালিয়ে বানের স্রোতের মতো মানুষ আসছে বাংলাদেশে। যা রীতিমত এই দেশের জন্য হুমকি। বানের স্রোতের মতো প্রতিদিন মানুষ এসে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে। শরণার্থী শিবিরে দম ফেলার মতো জায়গা নেই। আর এসব চিত্র দেখে দশটা পাঁচটা সাধারণ মানুষের মতোই কেঁদে উঠেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও!

রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আসার বিভিন্ন ভয়ঙ্কর স্থিরচিত্রে সয়লাব এখন সোশাল মিডিয়া। আর তেমন একটি স্থিরচিত্র দেখে আৎকে ওঠেছেন চিত্রনায়িকা অপু। ছবিতে একটি রোহিঙ্গা দম্পতিকে দেখা যায়। বুক সমান পানিতে একহাতে স্ত্রীকে ধরে রেখেছেন, এবং অন্য হাতে পুরষটি তার কোলে সদ্যজাত সন্তানকে সামাল দিচ্ছেন। আর এমন দৃশ্য দেখে চোখে জল চলে এলো চিত্রনায়িকা অপুর। তেমনটি জানিয়ে সেই ছবিটি জুড়ে দিলেন নিজের ফেসবুকে।

ফেসবুক স্ট্যাটাসে অপু লিখেন-
‘‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয়না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবি গুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারিনা, তার উপর এসব বিবৎস ছবি গুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগআউট করি। কিন্তু গতকাল ফেসবুকে লগিন করতে এই ছবিটা দেখতে পাই। ছবিটার উপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারতো। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম।

না আর ভাবতে পারছিনা, অনূভব করলাম চোখের কোনে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম.. আরো বেশি শক্ত করে।মানুষ কি করে এত অমানবিক হতে পারে? কি করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছিনা। খোদা তুমি রহম করো।

আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারিনা। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরো বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরো বেশি সদয় হোন। সারা বিশ্ব দেখুক আমরা কতটা শান্তি প্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’’
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে