সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩৭:২৫

‘খোদা তুমি রহম করো-মানবতার জয় হোক’ বললেন অপু বিশ্বাস

‘খোদা তুমি রহম করো-মানবতার জয় হোক’ বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ফেসবুক পাতায় এ বিষয়ে স্ট্যাটাস লিখেন এই নায়িকা। তিনি লিখেন, ‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয় না।

কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারি না, তার উপর এসব বিবৎস ছবিগুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগআউট করি।

অপু বিশ্বাস লিখেন, ‘গতকাল ফেসবুকে লগইন করার পর এই ছবিটা দেখতে পাই। ছবিটার উপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারতো। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম।’

‘না আর ভাবতে পারছি না, অনূভব করলাম চোখের কোনে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম আরো বেশি শক্ত করে। মানুষ কি করে এত অমানবিক হতে পারে? কি করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছিনা। খোদা তুমি রহম করো।’- অপু বিশ্বাস।

‘অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অপু লিখেন, ‘আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারিনা। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরো বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরো বেশি সদয় হোন। সারা বিশ্ব দেখুক আমরা কতটা শান্তি প্রিয় মানুষ। মানবতার জয় হোক।’
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে