আর কোনো দিন ভারতে আসবো না : গুলাম আলি
বিনোদন ডেস্ক : ভারতে সকল রকমের গানের অনুষ্ঠান বাতিল করে দিলেন ব্যথিত পাকিস্তানি গজলসম্রাট গুলাম আলি। সাম্প্রতিক ভারত জুড়ে যেই অসহিষ্ণুতা বিরাজ করছে তার জন্য হতাশ এই শিল্পী। তিনি বলেন, আর কোনও দিন ভারতে আসবোন না। অন্তত যতদিন না পর্যন্ত ভারতের এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। খবর এই সময়।
মুম্বাই এবং পুণের লোকজন তার কনসার্ট থেকে বঞ্চিত হয়েছে। শিবসৈনিকদের অসহিষ্ণুতায় বাতিলই করে দিতে হয় পাকিস্তানের গজলসম্রাটের কনসার্ট। শিল্পীর অসম্মান মেনে নিতে না পেরে গুলাম আলিকে কলকাতায় আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মতিও জানিয়েছিলেন শিল্পী। সুরের মুর্ছনায় ভাসার আশায় বুক বেঁধেছিলেন শহরবাসী। এছাড়াও চলতি মাসের আট তারিখ দিল্লিতে ও তার কিছুদিন পর লখনউতে কনসার্ট করার কথা ছিল পাক গায়কের। তবে, না এই কিংবদন্তী শিল্পীকে আপাতত আর পাচ্ছে না ভারত। সাম্প্রতিক ঘটনায় খুবই হতাশ গুলাম আলি জানিয়ে দিয়েছেন, তিনি ভারতে সমস্ত অনুষ্ঠান বাতিল করছেন।
শিল্পী বলেছেন, 'আমি কখনও আর ভারতে আসব না। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদিন এখানে আর কোনও পারফরম্যান্স করব না। ভারতের সাম্প্রতিক ঘটনায় আমি হতাশ। ভারতীয় ভক্তরা সব সময় আমার পাশে ছিল। আমি একজন গায়ক। আমি সঙ্গীত নিয়ে কথা বলব, রাজনীতি নিয়ে নয়।' ঘনিষ্ঠ মহলে শিল্পী বলেছেন, ভারতে তার কনসার্টকে ঘিরে যে রাজনীতি হচ্ছে, তাতে তিনি ব্যথিত।
গত মাসে শিব সেনার হুমকিতে মুম্বাই ও পুণেতে বাতিল করে দিতে হয়েছে গুলাম আলির কনসার্ট। এরপরই দেশজুড়ে এই অসহিষ্ণুতার প্রতিবাদে ঝড় ওঠে। শিল্পকে রাজনীতির বাইরে রাখার দাবি তোলে বিভিন্ন মহল।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�