বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১১:৫৪:০৭

সন্তানরা অভিনয়ে আসুক তা চান না শাহরুখ!

সন্তানরা অভিনয়ে আসুক তা চান না শাহরুখ!

বিনোদন ডেস্ক : কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার মধ্য দিয়ে আজ বলিউড বাদশা হিসেবে রাজ করছেন শাহরুখ খান। কিন্তু তিনি মনে করেন, তার সন্তানদের অভিনেতা হওয়ার কোনো দরকার নেই। সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানের সংসারে রয়েছে তিনটি সন্তান-আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ খান বলেছেন, তিনি উত্তরাধিকারে বিশ্বাস করেন না। তার ভাষ্যে, আমি উত্তরাধিকারে বিশ্বাসী নই। আমার বাবা অভিনেতা ছিলেন না। আমি অভিনেতা হয়েছি। আমি মনে করি না যে, আমার সন্তানদের অভিনেতা হওয়ার কোনো প্রয়োজন আছে। আমি তাদের কখনোই বলব না, তাদের কি করা উচিত। আমার বাবা-মাও আমাকে কি করতে হবে তা বলে দেয়নি। কিং খান আরো বলেন, এটা মুখ্য নয় যে আমি আমার সন্তানদের কি হিসেবে দেখতে চাই, বরং এটাই মুখ্য তারা কি হতে চায়। আমার ছেলে (আরিয়ান) এখনো পড়ছে। আমি চাই সে তার গ্রাজুয়েশন শেষ করুক। তবে আমার মেয়ে (সুহানা) অভিনয় শিখতে চায়। তবে আমি জানি তাকে ভারতে কোন প্রতিষ্ঠানে অভিনয় শিখতে পাঠাব। তিনি বলেন, আমার বয়স যখন সাত-আট বছর তখন থেকে আমি থিয়েটারে কাজ করছিলাম। সেখানেই আমার অভিনয় শেখা। সৌভাগ্যবশত সেখানে আমি বেরি জনের সঙ্গে কাজ করেছিলাম। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমার ইচ্ছা আছে একটি অভিনয় শেখার প্রতিষ্ঠান তৈরি করা, সেখানে ছোট ছোট ছেলে-মেয়েরা আন্তর্জাতিক শিল্পীদের কাছ থেকে শিখতে পারবে। শাহরুখ বলেন, আমি কখনো ভাবিনি যে, আমি কোনোদিন বলিউডের কিং বলে আখ্যায়িত হব। এই ইন্ড্রাস্টি আমাকে অনেক বেশি ভালবাসা দিয়েছে। যদি আগামীতে আমাকে কেউ মনে না রেখে আমার কাজকে মনে রাখে আমার জন্য সেটাই যথেষ্ট। উল্লেখ্য : ১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। শাহরুখ খান চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় ৩.২ বিলিয়ন ভক্ত এবং তার মোট অর্থসম্পদের পরিমাণ ২৩০০ কোটি রুপি-এরও বেশি। ২০০৯ সালে নিউজউইক তাকে বিশ্বের ৭৩ম ক্ষমতাশীল ব্যক্তির খেতাব দেয়। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবথেকে ধনী হলিউড, বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। এক্ষেত্রে তিনি হলিউড তারকা ব্রাড পিট, টম ক্রুজ, জনি ডেপ দের পিছনে ফেলে দিয়েছেন। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে