মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:২৩:১৮

দেবসেনা অনুষ্কার মেক আপ আর্টিস্টই গড়লেন নতুন ইতিহাস

দেবসেনা অনুষ্কার মেক আপ আর্টিস্টই গড়লেন নতুন ইতিহাস

বিনোদন ডেস্ক : প্রথম থেকে জল্পনা ছিল কি হতে চলেছে দিল্লীর ঐতিহাসিক শিক্ষাপীঠ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যাল্যয়ের ছাত্র সংসদের নির্বাচন। পারবে কি বামরা তাদের সম্রাজ্য টিকিয়ে রাখতে। অবশেষে সবাইকে চমকে দিয়ে দেবসেনা অনুষ্কার মেক আপ আর্টিস্ট দুগ্গিরালা শ্রীকৃষ্ণই গড়লেন নতুন ইতিহাস। নির্বাচিত হলেন সাধারণ সম্পাদক।

দিল্লির সবরমতি হোস্টেলে তার ঘরে গেলে চোখে পড়বে বলিউড এবং তেলুগু সিনেমার তারকাদের ছবি দেওয়ালে আঁটা। কোথাও উঁকি দেবেন না মহামতি কার্ল মার্কস। মাগাধিরা, মাক্ষি, বাহুবলীর পরিচালক এসএস রাজামৌলিকে তিনি লেনিনের মতোই শ্রদ্ধা করেন।

কমিউনিস্ট ম্যানিফেস্টোর থেকেও তেলুগু বিপ্লবী কবি শ্রীরঙ্গম শ্রীনিবাসের কবিতা তিনি ভাল আবৃত্তি করতে পারেন। এহেন দুগ্গিরালা শ্রীকৃষ্ণই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যাল্যয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হলেন।

সিপিআইএমএল লিবারেশন সমর্থিত ছাত্র সংগঠন আইসা, সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং বিক্ষুব্ধ ছাত্র সংগঠন ডিএসএফ মিলে 'লেফ্ট ইউনিটি' নামের মঞ্চ তৈরি করেছে, তারাই গত সপ্তাহে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচনে চারটি আসনই জিতেছে। লেফ্ট ইউনিটি অন্ধ্রপ্রদেশের দলিত ছাত্র ডি শ্রীকৃষ্ণকে সাধারণ সম্পাদক করেছে।

জেএনইউ-তে আসার আগে অন্তত ১৭টি অল্প সময়ের চাকরি করেছেন। শোহরাব মির্জার সঙ্গে সানিয়া মির্জার প্রথম এনগেজমেন্টের সময় ক্যাটরার কর্মী হিসেবে কাজ করেছেন। অঢেল উদ্বৃত্ত খাবার ফেলে দেওয়া তার ভাল লাগেনি। কিছুদিন চায়ের দোকানে চা বিলি করেছেন, এঁটো বাসন কোসন মেজেছেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেক আপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন শ্রীকৃষ্ণ।

কাজল আগরওয়াল, অনুষ্কা শেট্টি, প্রিয়া আনন্দ হরিপ্রিয়ার মেক আপ করেছেন। আর সামনে থেকে দেখেছেন মহিলাদের কীভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে। সকাল ন'টায় শ্যুটিং শুরু হলে মহিলাদের ওই সময়েই আসতেই হয়। আর হেলতে দুলতে হয়ত ১১ টায় আসেন হিরো। তাকে কিছুই বলা হয় না। অনুষ্কা শেট্টির প্রতি ভয়ংকর শ্রদ্ধা শ্রীকৃষ্ণের। বলছেন, সহকর্মী শ্রদ্ধা করেন বাহুবলীতে 'দেবসেনা' খ্যাত অভিনেত্রী।

নিজেকে 'ওয়ার্কোহলিক' বলতে ভালবাসেন শ্রীকৃষ্ণ। হোস্টেলে এসেই স্টোর রুমকে ইন্টারন্যাশনাল স্টাডিজের জন্য ২৪ ঘণ্টা পড়ার লাইব্রেরি করেছেন। হোস্টেলের সামনে বানিয়েছেন বাগান। তিনিই ৪,৬২০ ভোটের মধ্যে সর্বোচ্চ ২,০৪২ ভোট পেয়েছেন। সারা রাত ধরে সহপাঠিরা পার্টি করেন।

ভোর চারটায় তাদের বিদায় দেন। আবার পরদিন সকাল আটটা থেকে সংসদের কাজ শুরু করেন। এতকিছুর পরেও তিনি বলছেন, রাজনীতি তার ভাল লাগে না। তিনি অন্য কিছু করতে চান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে