বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৪:০৫:২৬

১৪ নভেম্বর শুরু হচ্ছে ২১তম কলকাতা চলচ্চিত্র উৎসব

১৪ নভেম্বর শুরু হচ্ছে ২১তম কলকাতা চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক : ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া বচ্চন, বিদ্যা বালান, শর্মিলা ঠাকুর প্রমুখ। তবে শুটিংয়ে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না শাহরুখ খান। কলকাতার নন্দন-২ প্রেক্ষাগৃহে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি সচিব অত্রি ভট্টাচার্য। সরকারিভাবে কোন ঘোষণা না দিলেও পাকিস্তানী ছবি ‘মান্তো’ উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হতে পারে। ৮ দিন ধরে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, জাপান, স্পেনসহ বিশ্বের ৬১টি দেশের মোট ১৪৯টি ছবি দেখানো হবে এ উৎসবে। অত্রি ভট্টাচার্য জানান, বিগত বছগুলোর মতো এবারও প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান থাকছে। নারী চিত্র পরিচালকদের তৈরি ছবিগুলোকে নিয়েই সেই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ছবির পাশাপাশি সেরা পরিচালককেও আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্রসদন, আইনক্সসহ মোট ১২টি পেক্ষাগৃহে এ ছবিগুলো প্রদর্শিত হবে। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দু’টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবি দুটি হলো পরিচালক সুমন ধরের ‘আমি ও আইসক্রিম ওয়ালা’ এবং মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে