বিনোদন ডেস্ক : গত আড়াই বছর একাই ছিলেন সুজানা জাফর। নাটকে অভিনয়, বিজ্ঞাপনচিত্রের কাজ, মিউজিক ভিডিওর শুটিং—এসব নিয়েই ব্যস্ত ছিলেন। নাটকে অভিনয়, বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ছিলেন।
তবে তিনি আবার বিয়ের কথা ভাবছেন। তবে এবার আর নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দের পাত্রকে জীবনসঙ্গী হিসেবে চাইছেন।
সুজানা বললেন, ‘আমি কিন্তু সংসার করতে চাই। আমি সংসারের জন্য পাগল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়! তাই এবার আর নিজে ঝুঁকি নিতে চাচ্ছি না। পরিবারকে বলেছি। তাঁরাই দেখছেন। ভেবেছি প্রবাসী পাত্রকে বিয়ে করব। বিয়ের পর বিদেশে চলে যাব। দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না।’
২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। কিন্তু সেটাও তিন-চার মাসের বেশি টেকেনি।
এমটিনিউজ/এসএস