শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫১:৫৩

মাঝ আকাশে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ!

মাঝ আকাশে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ!

বিনোদন ডেস্ক : প্রযোজক হিসেবে নিজের দ্বিতীয় সিনেমার প্রচারে কতোকিছুই না করে যাচ্ছেন দেব। এর মধ্যে আবার ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ করলেন মাঝ আকাশে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এমন অভিনব ভাবনা ও তা করে দেখানোর পুরো কৃতিত্বটাই নাকি দেবের।মোশন পোস্টার, টিজার, ট্রেলারের পর মিউজিক লঞ্চেরই অপেক্ষা ছিল।

বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল যে, দেব ‘ককপিট’ এর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। করলেনও তাই। চল্লিশ হাজার ফুট উঁচুতে ‘ককপিট’ এর মিউজিক লঞ্চ হলো। উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী।

ছিলেন দেব, রুক্মিণী, কোয়েল এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।ছবির নায়ক ও প্রযোজক দেব জানিয়েছেন, টলিউডে এ ভাবনা একেবারেই প্রথম। প্রযোজক হিসেবে তার এমন নতুন নতুন প্রচেষ্টা সব সময়ই থাকবে। বিমানের মধ্যে মিউজিক লঞ্চের পর দেবসহ গোটা ককপিটের টিম উড়ে যায় অন্ডাল বিমানবন্দরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন দেব। তিনি জানিয়েছেন, ‘চ্যাম্প’ এ যেভাবে দর্শক সাড়া দিয়েছিলেন, ককপিটেও তেমনই সাড়া মিলবে বলে আশাবাদী তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে