শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০৩:৫৩

অফার পেয়েও কঙ্গনা সালমানের সুলতানে কাজ করেননি, কেন জানেন?

অফার পেয়েও কঙ্গনা সালমানের সুলতানে কাজ করেননি, কেন জানেন?

বিনোদন ডেস্ক :   তাঁকে সুলতান ছবির অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে সই করতে রাজি হননি। জানালেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার জায়গায় পরে কাজ করেন অনুষ্কা শর্মা। ছবিটি সুপার ডুপার হিট হয়।

কঙ্গনা জানিয়েছেন, সালমানের সুলতানে কাজ করতে তিনি রাজি হননি, কারণ তাতে নায়িকার বিশেষ কিছু করার ছিল না। মনে হয়েছিল, ওই ছবিতে কাজ করলেন তাঁর কেরিয়ার কয়েক পা পিছনে হাঁটবে। অত হিট ছবি প্রত্যাখ্যান করে আফশোস হয় না তাঁর?

কঙ্গনা বলেছেন, বর্তমান পরিস্থিতির কথা ভেবে তিনি এমন ছবিতে কাজ করতে চান, যা তাঁকে উদ্বুদ্ধ করবে। না হলে কাজে তাঁর মন থাকবে না। সে হিসেবে সুলতান তাঁর আগ্রহ জাগাতে পারেনি।

সুলতানের অফার আসার ঠিক আগে মুক্তি পেয়েছে তাঁর তনু ওয়েডস মনু রিটার্নস। সেই ছবিতে অত্যন্ত সফলভাবে দ্বৈত চরিত্রে কাজ করেন তিনি। ফলে সুলতানে গুরুত্বহীন চরিত্রে কাজ করার আগ্রহ ছিল না। --এবিপি

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে