বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০১:২৭:৪২

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুহির ছবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুহির ছবি

বিনোদন ডেস্ক : র‌্যাম্প মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহির ছবি 'একাত্তরের সংগ্রাম' ছবিটি ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। ছবিটি আন্তর্জাতিক বিভাগে দেখানো হবে। মনসুর আলী খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এতে রুহির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান। এ প্রসঙ্গে রুহি জানান, 'সংগ্রাম আমার প্রথম চলচ্চিত্র। এটি কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ভাবতেই ভীষণ ভালো লাগছে। এছাড়া নিজেকে নিয়ে এখন বেশ গর্ব হচ্ছে।' জানা গেছে, আগামী ১৪ নভেম্বর থেকে আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। তার সঙ্গে থাকবেন জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, বিদ্যাবালানসহ বলিউড ও টালিউডের অনেক তারকা। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউড বাদশাহ শাহরুখ খানের টানা শুটিং থাকায় আসবেন না বলে জানিয়েছেন। এবারের উৎসবে যেসব ছবি দেখানো হবে তার মধ্যে থাকছে ৪টি বাংলাসহ ২৩টি ভারতীয় ছবি। উৎসবে 'একাত্তরের সংগ্রাম' ছাড়া আরো ১টি বাংলাদেশের ছবিও প্রদর্শিত হবে। এর নাম হচ্ছে- 'অমি ও আইসক্রিম ওয়ালা'। এটি শিশু চলচ্চিত্র বিভাগে দেখানো হবে। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে তৈরি 'অমি ও আইসক্রিম ওয়ালা' ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর। ইমপ্রেস টেলিফিল্মের তৈরি এই ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন ও তার পুত্র মিছিল। আইসক্রিম ওয়ালার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, পাপিয়া, শহিদুল ইসলাম ও খন্দকার বাপ্পী। ছবিটি এ বছরই তৈরি হয়েছে। এদিকে, বর্তমানে রুহি লন্ডন প্রবাসী বাঙালি চলচ্চিত্রকার মনসুর আলী খানকে বিয়ে করে সংসারী হয়েছেন। বর্তমানে অন্তঃসত্ত্বা রুহি লন্ডনে স্বামীর সঙ্গে অবস্থান করছেন। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে