বিনোদন ডেস্ক : বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। মাঝে-মাঝেই বিতর্কিত সমস্ত মন্তব্য করে হেডলাইনে আসেন তিনি। কিছুদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলেরঅনুষ্ঠানে গিয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু এমন মন্তব্য করেন, যার রেশ এখনও চলছে।
তাঁর এই সমস্ত সাহসী মন্তব্যের কারণে তিনি যেমন সমালোচিত হন, তেমনই কারও কারও প্রশংশাও পেয়েছেন। কিন্তু অভিনয় ছেড়ে দেওয়ার পর কি করবেন কঙ্গনা রানাওয়াত? জানালেন নিজেই:-
এই প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘অভিনয় করা ছেড়ে দেওয়ার পর জীবনের অন্য একটি পর্যায়ে যেতে পারব। বলিউড ছেড়ে দেওয়ার পর আমি একজন লেখিকা হয়ে যেতে পারি। কিংবা ছবি পরিচালনা করতে পারি। আবার জৈব চাষও করতে পারি। মানালিতে একটা সুন্দর বাড়িও বানিয়েছি।’ --জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে