বিনোদন ডেস্ক : পায়েল সরকার। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী। মৈনাক ভৌমিকের আগামী সিনেমা ‘চলচ্চিত্র সার্কাস’র অন্যতম বাজি তিনি। তবে তার কাছে ‘সার্কাস’ মানে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, একটা ইমোশনাল রোলার কোস্টার।
পায়েলের কথায়, ‘শুটিং করতে গিয়ে ক্যামেরার পেছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেইনিং। চলচ্চিত্র সার্কাসে ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গসিপ করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই ছবিতে।’
এক ঝাঁক তারকা নিয়ে দুর্গা পুজোর বক্স অফিসে আসছে মৈনাকের ‘চলচ্চিত্র সার্কাস’। অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, সুরকার, ক্যামেরা পারসন, স্পটবয় থেকে শুরু করে একটা ছবি তৈরি করার সব কারিগরকেই অনস্ক্রিন দেখবেন দর্শক।
পুরোটাই যেন একটা সার্কাস। তবে এই সার্কাস উপভোগ করতে এখনো অপেক্ষা করতে হবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কারণ সে দিন মুক্তি পেতে চলেছে ছবিটি। সদ্যই মুক্তি পেয়েছে এই ছবির গান। তাই আপাতত গান নিয়েই সন্তুষ্ট থাকুন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস