বিনোদন ডেস্ক : পুজার মরশুমে উত্সবের আমেজ শুরু হয় বিশ্বকর্মা পুজোর সময় থেকে। দিনভর আকাশে রঙবেরঙের ঘুড়ির আনাগোনা, মাঝে সাজে এছাদ থেকে ওছাদে 'ভোকাট্টা'-র আওয়াজ।
আর এই সব মিলিয়েই তৈরি হওয়া পরিবেশ জানান দেয়; দেবী মা আসতে আর বেশি দেরি নেই। উত্সবের এই সাজো সাজো রব নিয়েই আজ পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজা। পুজাতে মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও।
বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে সকলের 'ভালো' কামনা করেছেন অভিনেতা সাংসদ দেব। টুইটারে বিশ্বকর্মা পুজার শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের 'ভালো' প্রার্থনা করার পাশাপাশি নিজের জন্যও 'ভালো' কিছু প্রার্থনা করেন।
উল্লেখ্য, কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে দেবের ছবি 'ককপিট'। ছবিতে অভিনয়ের পাশপাশি এছবির প্রযোজকও দেব। ছবি ঘিরে যে বেশ টেনশনে রয়েছেন এই মেগাস্টার তা বোঝাই যাচ্ছে টুইট থেকেই।
এদিকে, দেব ছাড়াও এদিন বিশ্বকর্মা পুজাতে সামিল হন শ্যুটার জয়দীপ কর্মকার। তিনিও আজ পুজায় অংশগ্রহণের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সবমিলিয়ে দিনভর গোটা পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজাতে মেতেছেন বাংলার তারকারও।
এমটিনিউজ/এসএস