রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৫০:৩৫

কে এই নতুন সানি লিওন? অশ্লীল দৃশ্যে ঝড় তুললেন!

কে এই নতুন সানি লিওন? অশ্লীল দৃশ্যে ঝড় তুললেন!

বিনোদন ডেস্ক: রাগিনী এমএমএসের আগের বার সানি লিওন ছিলেন। স্বভাবতই আকর্ষণ ছিল মাত্রাতিরিক্ত। এবার সানি নেই৷ কিন্তু তাই বলে আবেদন কমেনি রাগিনীর। তবে কে এই নতুন সানি লিওন? গিনী এমএমএস রিটার্নসে অশ্লীল দৃশ্যে ঝড় তুললেন।

রাগিনী এমএমএস রিটার্নসে রিয়া সেন আর করিশমা শর্মা মিলে ঝড় তুলে দিয়েছেন। ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাগিনী এমএমএস রিটার্নস কি হরর কমেডি? নাকি এরোটিক কমেডি?

একতা কাপুর যখন রাগিনী এমএমএস শুরু করেছিলেন, ভৌতিক ছবি হিসেবেই শুরু করেছিলেন। কিন্তু ভূতকে ছাপিয়ে যায় শরীরি আবেদন। কাইনাজ মোতিভালা ও রাজকুমার রাও মিলে ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিলেন। শরীরি আবেদন সেখানে ছিল৷ কিন্তু ঝড় তুলে দিয়েছিল সানি লিওনি৷ রাগিনী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয়ভাগে তিনিই ছিলেন মধ্যমণি৷ তখন থেকে উপচে পড়তে শুরু করল সেনসেশন৷ কিন্তু সানির আবেদনই আলাদা৷ সানির নামেই বিক্রি হয়ে যায় টিকিট৷ কিন্তু এবার তো সেই টোটকা নেই৷ সানি নেই৷ কিন্তু বাকি যারা আছেন, তারাই বা কম কী? রিয়া সেন এমনিতেই আবেদনময়ী৷ করিশমাও কিছু কম যান না৷ পেয়ার কা পঞ্চনামা ২-এ তিনি তা প্রমাণ করে দিয়েছেন৷ এই দুই রমণী মিলে রাগিনীর আবেদন কমতে তো দেননি, উলটে বাড়িয়ে দিয়েছেন বলতে অত্যুক্তি হয় না৷

ছবির পোস্টারে লেখা আছে “রাগিনী ইজ ব্যাক”৷ সত্যিই যে রাগিনী ফিরে এসেছে তার প্রমাণ দিয়ে দিল ট্রেলার৷ সেটা অবশ্য ভৌতিক দিক থেকে নাকি শরীরি আবেদনের দিক থেকে, তা না হয় তোলা থাক৷ বিতর্কে না গিয়ে এটুকু বলা যায়, ছবির ট্রেলার শারীরিক আবেদনে ভরপুর৷ একাধিক উত্তেজক দৃশ্যতেই ভরা ট্রেলার৷ ভূত এখানে গৌণ৷

রিয়াকে অবশ্য ট্রেলারে চোখে পড়েনি৷ তিনি নাকি ছবিতে ভূত হয়েছেন৷ তবে রিয়ার সেনসেশন মিস হবে না৷ শোনা যাচ্ছে, ভূতের ব্যাকগ্রাউন্ড স্টোরিতে নাকি রিয়ার আবেদন উপভোগ করতে পারবে দর্শক৷ রাগিনী এমএমএস রিটার্নসে রিয়া সেন আর করিশ্মা শর্মা ছাড়া অভিনয় করেছেন সিদ্ধার্থ গুপ্তা৷ ছবিটি মুক্তি পাবে ২১ সেপ্টেম্বর৷
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে