রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১০:১৭:০৬

প্রিয়াংকার এই নাচের দাম ২ কোটি ৫১ হাজার টাকা!

প্রিয়াংকার এই নাচের দাম ২ কোটি ৫১ হাজার টাকা!

বিনোদন ডেস্ক: হলিউড, বলিউড মাতানো ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এক অনুষ্ঠানে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে রেকর্ড করেছেন।  গত বছর আইফা এ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই পারফর্মের নাচ করে ২ কোটি রুপি নিয়েছেন তিনি। যা বাংলাদেশি প্রায় ২ কোটি ৫১ হাজার টাকা।  প্রিয়াংকা শুধু টাকার ঝুলিই ভরেননি , আইফা এ্যাওয়ার্ডে এ অভিনেত্রী ‘উইম্যান অব দ্য ইয়ার’ উপাধিও অর্জন করেন।

তবে ‘যত গুড়, তত মিষ্টি’র মত প্রিয়াংকার নাচও দর্শকদের ২ কোটি রুপির বেশি সন্তুষ্ট করেছে বলেই সংবাদ মাধ্যম জানাচ্ছে। বলিউডের মুভিতে দীপিকা সর্বোচ্চ অবস্থানে থাকলেও বিভিন্ন এ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রিয়াংকার জুড়ি নেই। গত বছর আইফা অনুষ্ঠানে দীপিকা পাডুকোন ও প্রিয়াংকার একসঙ্গে নাচার কথা থাকলেও অবশেষে প্রিয়াংকা একাই মঞ্চ কাঁপান। তবে দুই তারকার একসঙ্গে না নাচার বিষয়ে এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, ‘আমিও এরকমই শুনেছিলাম যে একসঙ্গে আমরা নাচব, কিন্তু কখন যে এটা পরিবর্তন হয়েছে তা আমি জানি না।-সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে