বিনোদন ডেস্ক : ঈদের নাটকের কাজ করতে গিয়ে গত ২৯ আগস্ট হঠাৎ করেই পূবাইলে শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। কিন্তু তিনি এখন পুরোপুরি সুস্থ। তাই স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কক্সবাজারে জলকেলিতে ব্যস্ত তিনি।
সম্প্রতি স্ত্রীর সঙ্গে সুইমিং পুলে স্নানরত কিছু ছবি ফেসবুকে প্রকাশিত হয়েছে। সেখানে তাদের বেশ কিছু হাসিমুখর ছবিও রয়েছে। তারা এখন কক্সবাজারে আছেন।
ছবিগুলো ফেসবুকে প্রকাশ করে মোশাররফের স্ত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জামাইটাকে কী ধন্যবাদ বলব, নাকি অনেক ভালোবাসি বলবো-বুঝতে পারছি না, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন আর সুস্থ রাখুন। আর এভাবে কিছুদিন পর পর আমাকে ট্রিট দেবার ইচ্ছা বহাল রাখুন। আমিন।’
উল্লেখ্য, ২০০০ সালের কোচিং সেন্টারে মোশাররফের সঙ্গে জুঁইয়ের পরিচয় ঘটে। সেখান থেকেই আমাদের মধ্যে ভালোবাসার সূত্রপাত। তার বিয়ে, সংসার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস