রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০৭:৫৯

ইনি কিন্তু আসলেই অভিনেত্রী ভাবনা

ইনি কিন্তু আসলেই অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক : রাস্তার উপর ট্রাফিক পুলিশের কর্তব্যরত কে এই নারী? দেখতে অভিনেত্রী ভাবনার মতো? নাকি তিনিই ভাবনা? হ্যাঁ, তিনি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারই প্রথম একটি নাটকে তিনি অভিনয় করেছেন ট্রাফিক পুলিশের চরিত্রে।

এ বিষয়ে তিনি তার নিজ ফেসবুক অ্যাকাঊন্টে লিখেছেন- ‘প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করছি। এটা খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার এবং এখন আমি বুঝতে পারছি তাদের কাজ কতটা কঠিন। আমি সারাদিন ধরে রাস্তায় শুটিং করেছি। আমাদের সকলের উচিত তাদের শ্রদ্ধা করা এবং তারা যখন কোনো কিছু যাচাই করার জন্য আমাদের প্রশ্ন করেন, তখন তাদের প্রতি ভালো ভঙ্গিতে উত্তর দেওয়া উচিত’।

এ প্রসঙ্গে  ভাবনার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ নাটকের নাম ‘তোমার হাত ধরব বলে’। নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন সজল। ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে চলছে নাটকটির শুটিং।

বলে রাখা ভালো, সম্প্রতি ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি পেয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে