সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫১:৩৬

শিল্পী প্রীতমকে মারতে আসিফের হুমকি!

শিল্পী প্রীতমকে মারতে আসিফের হুমকি!

বিনোদন ডেস্ক : আসিফ ও প্রীতমের যৌথ প্রয়াসে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। যেগুলো ছিল তুমুল হিট। শ্রোতাদের মুখে মুখে ফিরত। কিন্তু একসময় সহসাই আসিফ-প্রীতমের দূরত্ব তৈরি হলো। এখন এই দুই শিল্পীর মধ্যে এখন বাকযুদ্ধ চরমে। শুধু তাই না ফেসবুক লাইভে এসে সংগীতশিল্পী প্রীতমকে মারতেও হুমকি দিয়েছেন আসিফ!

গেল ১০ সেপ্টেম্বর আসিফ তার ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে লাইভে আসেন। সেখানে তিনি প্রীতম আহমেদকে বেয়াদব, মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করা ছাড়াও শায়েস্তা করার করারও হুমকি দেন।

আসিফের এমন লাইভ ভিডিও বার্তার পর এবার পাল্টা যুক্তি দিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন প্রীতম আহমেদ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, সম্প্রতি আমাকে নিয়ে গায়ক আসিফ আকবরের ফেইসবুক লাইভ ভিডিওটি ভাইরাল হয়েছে। আমার স্বভাবসুলভ বিনয় ও ভদ্রতাকে দুর্বলতা ভেবে উনি যতভাবে সম্ভব মিথ্যে কথা বলে অপমান করার চেষ্টা করেছেন। এই ভিডিওতে আমি তাকে কোন আক্রমন করিনি।

যেহেতু সবারই একটি সামাজিক পরিচিতি ও অবস্থান রয়েছে এবং আমাকে মানসিক বিকারগ্রস্থ ও সাইকো হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাই তার কথাগুলো কতটা সত্য তা যুক্তি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ ও দেশের সকল গীতিকার সুরকারদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায়- প্রীতম আহমেদ’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে