নায়িকা না হলে আইনজীবী হতেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক : নায়িকা না হলে আইনজীবি হতেন ঢাকাই সিনেমার শীর্ষে থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার দৃঢ় বিশ্বাসও ছিলো যে, তিনি বড় হয়ে দেশের খ্যাতনামা একজন আইনজীবী হবেন। শুধু তাই নয়, আইনজীবি পেশাটার প্রতি তার এখনও দূর্বলতা রয়েছে।
এমন অভিব্যক্তিই তিনি প্রকাশ করেছেন একটি অনলাইনে। অপু বিশ্বাস জানান, এস এস সি পরীক্ষা দিয়েছি বিজ্ঞান বিভাগ থেকে আর এইচ এস সি ছিল মানবিক বিভাগে। যার কারণে আশাটা ছিল বেশ প্রবল। আমিও ভাবতাম আইনজীবি হলে খারাপ করব না।
যুক্তিবাদী অপু বরাবরই যুক্তি দিয়ে কথা বলতে ভালবাসেন। কখন অযৌক্তি কোন কথা বলেনও না। সেই সাথে মানতেও রাজি নন।
তিনি বললেন, ‘এখানে বিবেচনাবোধের একটি বিষয় রয়েছে। আর সঠিক বিবেচনাবোধ না থাকলে মানুষতো চলতে পারে না। তারপরও সমস্যা নেই’।
তিনি বলেছেন, ‘ছোট বেলায় নাচটাকেই প্রাধান্য দিয়ে নৃত্যশিল্পী হওয়ার একটা ইচ্ছে ছিল। তবে বাসা থেকে সবসময়ই চাইত আমি পড়াশোনা চালিয়ে যাই। যেন আমি একটা লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি ছোটবেলা থেকেই বেশ খুঁতখুঁতে খুঁতখুঁতেস্বভাবের ছিলাম। আর আমি তখন সপ্তম শ্রেনীতে পড়তাম। তখন থেকেই যেকোন বিষয় ভালভাবে গুছিয়ে বলতে পারতাম। আর আমার বাসার সবাই বলতেন আমি আইনজীবি হলে বেশ ভাল করব’।
৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�